বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবসে অভিনব ভাবে বিদ্যাসাগরকে নিজের শিল্প সৃষ্টি দিয়ে শ্রদ্ধা জানালেন জেলার দাসপুরের নাড়াজোলের চিত্র শিল্পী বিমান আদক। শনিবার বিদ্যাসাগরের জন্মদিনের দুপুরে বিমানবাবু নরম কাদা মাটিতে নিজের শৈল্পিক দক্ষতায় ফুঁটিয়ে তুললেন বিদ্যাসাগরকে। শিল্পীর এই সৃষ্টিতে মুগ্ধ এলাকাবাসী। বিমানবাবু জনান,বিদ্যাসাগর একেবারে মাটির মানুষ ছিলেন। গ্রামের সাধারণ মানুষদের প্রতি দরদ,তাঁর মাতৃভক্তু সাথে সাধারণ জীবনযাপন তারই পরিচয়। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে মাটিই।