পদত্যাগ করলেও ঘাটাল পুরসভার ভাইসচেয়ারম্যানের নাম এখনও ওয়েবসাইটে রয়েছে

উপরের ছবিটি স্বপন মালিকের। আজ ৩ ফেব্রুয়ারি পুরসভার ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

শুভম চক্রবর্তী: পদ আছে পদাধিকারী ও আছেন আছে যোগাযোগের এবং অভিযোগ জানানোর মাধ্যমও কিন্তু নেই কোনও ব্যক্তি। এমনই মজাদার ব্যাপার বেশ কিছুদিন ধরেই ঘটছে ঘাটাল পৌরসভায়। পুরো ভোটের তোড়জোড় শুরু হতেই আচমকাই পদত্যাগ করে বসেন ঘাটাল পৌরসভার উপ পৌরপ্রধান তথা ঘাটাল পুরসভার ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন মালিক। পদত্যাগপত্র গৃহীতও হয়।নতুন করে সেই পদে এখনো কেউ নির্বাচিত বা মনোনীত না হওয়ায় পদটি এখনো খালি।কিন্তু অবাক করা ব্যাপার হল ঘাটাল পৌরসভার অফিশিয়াল ওয়েবসাইটে এখনও জ্বলজ্বল করছে উপপ্রধান পদে স্বপন মালিকের নাম ও ছবি (http://ghatalmunicipality.com/Default.aspx?PageId=77)। এমনকি যে কোন রকম যোগাযোগের জন্য উপ পৌর প্রধানের ফোন নাম্বারটা দেওয়া আছে।এযেন যেতে নাহি দিব মনোভাব ঘাটাল পৌরসভার।
পৌর নির্বাচনের মুখেই হঠাৎ করে একজন উপ পৌর প্রধানের পদত্যাগের ব্যাপারটিতে ঘাটালের রাজনৈতিক মহলে মৃদু আলোড়ন পড়েছে। যদিও প্রশাসনিক তরফে জানানো হয় এটা হঠাৎ নয় তিনি শারীরিকভাবে অসুস্থ তাই তিনি অনেক আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন সম্প্রতি সেটা গৃহীত হয়েছে। একই সুর অবশ্য শোনা গেছে খোদ স্বপন মালিকের গলাতেও। কিন্তু নামটা যেহেতু স্বপন মালিক তাই পুরো ব্যাপারটার মধ্যে একটা কৌতূহলের গন্ধ থেকেই যায় কেননা এমনই এক পরিস্থিতিতে দীর্ঘদিনের কংগ্রেসের গুড বয় হিসেবে পরিচিত স্বপন বাবু হঠাৎ করেই ‘অপমানিত হচ্ছি দীর্ঘদিন’এমন একটি অভিযোগ তুলে টুক করে চলে আসেন তৃণমূলে এবং পরবর্তী সময়ে উপহার হিসেবে পেয়ে যান এমন একটি গুরুত্বপূর্ণ পদও। গত নির্বাচনে স্বপন বাবুর ওয়ার্ডে গেরুয়া শিবিরের পালে হাওয়া ভালোই ছিল। তাই ওয়াকিবহাল মহলের আশঙ্কা গতবারের মতো এবারও শারীরিক অসুস্থতাও কি জার্সি বদলের ইঙ্গিত নয়তো?

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।