নিজস্ব সংবাদদাতা:পৌর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি তাদের দলীয় ভাবে প্রস্তুতি শুরু করে দিল। আজ ২৯ ফেব্রুয়ারি ঘাটালে পুর ভোটকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল এই দুই দলের জেলা সভাপতি ঘাটালে এসে বিশেষ সভা করেন। তৃণমূল ঘাটাল টাউন হলে শহরের ১৭টি ওয়ার্ডের কর্মীদের নিয়ে কর্মী সভা করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। অন্য দিকে কংগ্রেস কুশপাতার গুছাইত লজে তাদের দলীয় কর্মী সভা করেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খান। আজকের কংগ্রেসের কর্মীসভায় চমক ছিল বিজেপি নেতা জগন্নাথ গোস্বামীর কংগ্রেসে প্রত্যাবর্তন। টাউন হলে তৃণমূলের কর্মী সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিধায়ক শংকর দোলই, ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, শহর সভাপতি অরুণ মণ্ডল সহ বেশ কয়েক জন নেতা। পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি পুরভোটের টিকিট দেওয়া বিলি নিয়ে বলেন, দল যা ঠিক করবে তাই মেনে নিতে হবে। আমাদের দলই বড়। প্রার্থী নয়। এদিকে গুছাইত লজে এক সময়ের কংগ্রেস নেতা তথা বর্তমানের বিজেপি শিবিরের নেতা জগন্নাথ গোস্বামী কংগ্রেসে ফিরে আসায় কর্মী ও নেতাদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন জগন্নাথবাবু কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন খানের কাছ থেকে দলীয় পতাকা তুলে নেন। জগন্নাথবাবু কংগ্রেসে আসার জন্য ঊর্ধ্বতন নেতা কী লিখে আবেদন করেছিলেন সেটা পড়ে শোনান সৌমেনবাবু।