কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালে তৃণমূলে যোগদান পর্ব চলছেই, মনশুকার পর আজ ১০ জুলাই বীরসিংহ অঞ্চলের একঝাঁক বিজেপির নেতা ও কর্মী দলবদল করে তৃনমূলের পতাকা হাতে তুলে নিলেন। উল্লেখযোগ্য দলবদলকারীর মধ্যে আছেন বিজেপির ঘাটাল পুর্বমন্ডলের এস,সি মোর্চার সভাপতি কিরণ কারক,শক্তিকেন্দ্রের নেতা রাজু দোলুই,যুবমোর্চার সভাপতি রাজীব আলি খাঁন,এস,টি মোর্চার সহসভাপতি সমিত সরেন প্রমুখ।
এই যোগদান পর্বের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলই, ব্লক সভাপতি দিলীপ মাজি, সহসভাপতি মন্টুকুমার বাইরি,অঞ্চল প্রধান ঝুমা কারক খাঁন,জেলা পরিষদ সদস্যা জয়ন্তী বিষুই,তৃনমূলের অঞ্চল সভাপতি প্রশান্ত রায় সহ আঞ্চলিক নেতৃত্ব।