তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হল

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: অবশেষে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার ৯টি ব্লক ও পাঁচটি পৌর এলাকার কমিটি তৈরি হল। আজ মঙ্গলবার বিকেলে দাসপুরের মিলন মঞ্চ থেকে সেই কমিটির তালিকা সংশ্লিষ্ট ব্লক সভাপতিদের হাতে তুলে দিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমটির সভাপতি আশিস হুদাইত। উল্লেখ্য কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য থেকে ব্লকের সভাপতি এবং সহ-সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু ব্লক ভিত্তিক কমিটির তালিকা প্রকাশ করা হয়নি। আজ সেই কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করলেন আশিসবাবু। দাসপুরের মিলন মঞ্চ থেকে ঘাটাল এবং দাসপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিদের হাতে আশিসবাবু কমিটির লিস্ট তুলে দেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।