শ্রীকান্ত ভুঁইয়া: তৃণমূলের ২১ জুলাইকে সামনে রেখে ৪ জুলাই সোমবার দাসপুর-২ ব্লকের কাশীনাথপুর উত্তরবুথে একটি পথসভা ও নবনির্মিত তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হল। জানা গেছে এদিনের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লক তৃণমূল সভাপতি আশিস হুদাইদ, সহ-সভাপতি অলোক রঞ্জন ভুক্তা, মহিলা তৃণমূল সভাপতি প্রতিমা দোলই সহ খুকুড়দহ অঞ্চল তৃণমূলের আরো অনেক কর্মীসহ নেতৃত্বরা।নবনির্মিত কার্যালয়টি ফিতে কেটে উদ্বোধনের পর এদিন ৭টি পরিবারের প্রায় ৩০ জনেরও বেশি সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেন, এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভাপতি আসিষ হুদাইত। তিনি বলেন, এই উত্তরপাড়া বুথ বর্তমানে সিপিএমের শক্ত ঘাঁটি, আর সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তাঁরা তাদের বর্তমান পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
বিশেষ সূত্রে জানা গেছে, যে সমস্ত কর্মীরা এদিন তৃণমূলে যোগদান করেছেন তারা হলেন যথাক্রমে, কাত্তিক কর, সঞ্জীব বেরা, সনাতন মাইতি, রামপদ হাজরা, সুভাষ মাইতি, রাজকুমার সামন্ত, লক্ষীকান্ত মন্ডল, তারকনাথ বেরা, প্রভাত মাঝি, প্রশান্ত মাইতি সহ আরও ১৯ জন।