মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৮মে ঘাটাল রাধারাণী সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক কৃষক ও ক্ষেতমজুরের উপস্থিতিতে মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। সমস্ত কৃষিপণ্যের সহায়ক মূল্য নিশ্চিত করা, সস্তাদরে কৃষি উৎপাদনের উপকরণ ও বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ বিল ২০২০ বাতিল, নদী ও খালগুলি পূর্ণ সংস্কার, বন্যা সমস্যার সমাধান, ঘাটাল মাস্টার প্ল্যান চালু সহ বিভিন্ন দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে যুগ্ম সম্পাদক প্রদীপ মল্লিক ও সুব্রত মাজী, অশোক মণ্ডলকে সভাপতি করে ৪০জনের কমিটি গঠিত হয়। উক্ত সম্মেলনে পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক জগদীশ সাউ ও জেলা সভাপতি উৎপল প্রধান উপস্থিত ছিলেন। সকল বক্তারা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সহ সমূহ দাবিতে দীর্ঘতর আন্দোলনের জন্য কৃষকদের ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করেন।