জগদীশ মণ্ডল অধিকারী, স্থানীয় সংবাদ,ঘাটাল: আজ ২২ ফেব্রুয়ারি এস ইউ সি আই দলের ঘাটাল লোকাল কমিটির পক্ষ থেকে ই-রিটেল পোর্টালের মাধ্যমে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাতিল, সার, কীটনাশকের কালোবাজারি বন্ধ করা, সরকারি হাসপাতালে ২৮৩ টি ওষুধ কমানোর সরকারি নীতি বাতিল, পেট্রোল, ডিজেল ও সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ ১১ দফা দাবিতে দাসপুরে অবস্থান বিক্ষোভ ও প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি করল।
দাসপুর-১ ব্লকের বিডিও, দাসপুর থানার ও আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকারিকদের স্মারকলিপি দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে লোকাল ও জেলার নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। সকলেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির কঠোর সমালোচনা করেন।
দলের ঘাটাল লোকাল কমিটির সম্পাদক অঞ্জন জানা বলেন, মদের বিক্রি যত বাড়বে পারিবারিক অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা, নারী নির্যাতনের ঘটনা তত বেশি করে ঘটতে থাকবে। তাই আমাদের দল ই-রিটেল পোর্টালের মাধ্যমে দুয়ারে মদ সরবরাহের সরকারি সিদ্ধান্ত বাতিল ও মদ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। সার কীটনাশকের কালোবাজারি বন্ধ করার দাবি জানাচ্ছে।
এছাড়াও আমাদের দল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ২৮ ও ২৯ ফেব্রুয়ারি সারাভারত সাধারণ ধর্মঘট সফল করারও আহ্বান জানাচ্ছে।