বাড়ির উঠোনেই বিষধর চন্দ্রবোড়ার কামড় খেলেন দাসপুর থানার হোসেনপুরের অমর দোলই। তবে পরিবারের তৎপরতায় কামড়ের প্রায় ১০ মিনিটের মধ্যেই অমরবাবুকে দাসপুর হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়েছে। সাথে সাথে শুরু হয়েছে চিকিৎসা।
আজ রবিবারের রাত প্রায় ৯টা নাগাদ রাজনগর গ্রাম পঞ্চায়েতের অমর দোলই নিজের বাড়িতেই বসে ছিলেন। উঠোন থেকে নেমে আসতেই হঠাৎই কিছুর কামড়ে তীব্র জ্বালা অনুভব করলে আলো ফেলে দেখেন চন্দ্রবোড়া।
বাড়ির অন্যান্যদের সহায়তায় সাথে সাথে সাপটিকে ধরে রেখে অমরবাবুকে বাইকেই দাসপুর হাসপাতাল পৌঁছায় বাড়ির যুবকরা। পরিবার সূত্রে জানাগেছে হাসপাতালে পৌঁছানো মাত্রই চিকিৎসা শুরু করেছেন কর্তব্যরত ডাক্তারবাবুরা।