নিজস্ব সংবাদদাতা : ২৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় ঘাটাল থানার খড়ার শহর লাগোয়া সিংহপুর গ্রামে তৃণমূলের এক সভায় যোগ দিতে এসে বাড়ি ফেরার পথে গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সিংহপুরে রবিবার বিকেল ৩টার সময় তাদের একটি রাজনৈতিক সভা ছিল। সেই সভা শেষে তাদের কর্মীরা যখন একটি ম্যাটাডোর করে সন্ধ্যার সময় বাড়ি ফিরছিলেন তখন খড়ার সংলগ্ন টিনের পুলের সামনে এক নির্জন জায়গায় অতর্কিতভাবে বিজেপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশ জানিয়েছে, এলাকা এখন শান্ত এলাকায় পুলিশ টহল চলছে। তবে ওই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। তৃণমূলের বীরসিংহ অঞ্চল কমিটির সভাপতি প্রশান্ত রায়ের অভিযোগ, বিজেপির লোকজন এই হামলা চালিয়েছে, আহত আট জন তৃণমূল কর্মীকে বীরসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির ঘাটাল পূর্ব মণ্ডলের সভাপতি নেতা বিশ্বজিত জানা, এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।