এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নবান্ন অভিযান পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঘাটালে পথঅবরোধ

Published on: September 14, 2019 । 7:53 PM

শ্রীকান্ত ভূঁইয়া:   ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে বামপন্থী ছাত্র- যুবদের উপর ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

তারই প্রতিবাদে আজ ১৪ সেপ্টেম্বর ঘাটালের গোপিগঞ্জ-সুলতাননগর সড়কে মিছিল ও পথ অবরোধ করে চাইপাট মহাবিদ্যালয়ের সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যরা। অবরোধের জেরে এই রাস্তায় যানচলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পশ্চিম মেদিনীপুরের ছাত্রনেতা তথা জেলা সম্পাদক প্রসেনজিত মুদি বলেন, নবান্ন অভিযানে বামপন্থী ছাত্র যুবদের আন্দোলনের উপর যে অতর্কিত হামলা হয়েছে তারই প্রতিবাদে আমরা সারা রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন ও কালা দিবস পালন করছি, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এসএফআই নেতা প্রবীর সামন্ত বলেন, ছাত্র যুবদের জীবন নিয়ে খেলার হিসেব আমরা বিন্দুতে বিন্দুতে নেব, আগামী দিনেও আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।