ইন্দ্রজিৎ মিশ্র: সোনাখালি লোকাল কমিটির উদ্যোগে দাসপুরের সোনামুই বাজারে ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের জনসভা। আজ ৪ ডিসেম্বর বামেদের এই সভাতে কেন্দ্রীয় সরকারের সিএএ, এনআরসি এবং এনপিআরের তীব্র বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় সরকারের নানান ইস্যুর পাশাপাশি রাজ্যের কল-কারখানা বন্ধ ও বেকার সমস্যা নিয়ে খোঁচা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতীকউর রহমান। আজকের এই সভা চলাকালীন দিল্লি হিংসায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য মুক্ত হস্তে টাকা সংগ্রহ করা হয়।