‘কন্যাশ্রী দিবস’ উপলক্ষে মহকুমা শাসকের উদ্যোগে রক্তদান শিবির

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: ‘কন্যাশ্রী দিবসে’ বিশেষ উদ্যোগ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের। আজ ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’। কন্যাশ্রী দিবসে মহিলাদের জন্য বিশেষ রক্তদান শিবির করলেন মহকুমা শাসক। একই সাথে ঘাটালের কন্যাশ্রী পড়ুয়াদের হাতে তুলে দেন বইপত্র এবং রক্তদাতা মহিলাদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। কন্যাশ্রী দিবসের দিন এমন নজির এর আগে ঘাটালে দেখা যায়নি। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়েই আয়োজিত হয় এই শিবির। মহকুমা শাসক সুুমন বিশ্বাস বলেন, আজকের শিবিরে রক্তদাতার সংখ্যা ছিল ৫৫ জন। ঘাটাল পুরসভা এবং ঘাটাল ব্লক ও ঘাটাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই শিবির হয়। প্রসঙ্গত, বন্যা বিপর্যয়ে বহুদিন রক্তদান শিবির বন্ধ থাকায় মহকুমা জুড়ে রক্তের সংকট তৈরি হয়েছিল। সংকট মেটাতে মহকুমা শাসকের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ঘাটালবাসী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।