মন্দিরা মাজি: আজ ঘাটাল মহকুমার কয়েকটি ত্রাণ বিতরণের খবর।
•”অপরাজেয়” স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। আজ ১৮ আগস্টও চন্দ্রকোনা-২ ব্লকের পলাশচাবড়ীর ভালুককুণ্ডু, বেলগেড়িয়া ও বড় আকনা এলাকার মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। করোনা পরিস্থিতিতে যে সমস্ত মানুষেরা কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন, সেই সমস্ত দুঃস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী,মাস্ক এবং তাঁদের বাড়ির ছেলেমেয়েদের জন্য পাঠসামগ্রী তুলে দেওয়া হয় ‘অপরাজেয়’র পক্ষ থেকে। এছাড়াও প্রতিবন্ধী মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওই এলাকার মোট ৭৫ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। ওই সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া বলেন, আমাদের আজকের কর্মসূচীর যাবতীয় ব্যয়ভার বহন করেছেন সংস্থার সদস্য হাসিনা খান। এছাড়াও অতনু ঘোষ, অরিজিৎ জানা,সুভাষ দণ্ডপাট এবং দীনেশ সরেন আমাদের সাথে উপস্থিত থেকে কাজে হাত লাগিয়েছেন। সংগঠনের এই ধরনের কাজে খুশি এলাকাবাসী।
• দাসপুরের ক্যুইজ ও ম্যানিয়া নামক একটি সংস্থাও ধারাবাহিক ভাবে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। ৪ আগস্ট থেকে শুরু করে আজ বুধবার পর্যন্ত একটানা ত্রাণ বিতরণের কাজ করে চলেছে। ক্যুইজ ও ম্যানিয়ার সম্পাদক শরদিন্দু ভুঁইয়া জানিয়েছেন, আজ ঘাটালের ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথচক এলাকায়, দাসপুর-১ ব্লকের রাজনগর পশ্চিম,নিজ নাড়াজোল গ্ৰাম পঞ্চায়েতের সাতটি গ্রাম, ঘাটাল শহরের আটটি ওয়ার্ড ও অজবনগর-১ অজবনগর-২ গ্ৰাম পঞ্চায়েতের পাঁচটি গ্রাম ও মনশুকা-২ গ্ৰাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম গঙ্গাপ্রাসাদে ত্রাণ হিসেবে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৭০০ টি পরিবারকে এবং ৯০০০ মানুষকে একদিন দুপুরের রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। তিনি আরও জানান, এইভাবে মানুষের পাশে থাকতে পেরে তাঁদের খুবই ভালো লাগছে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গার মানুষেরা ঘাটাল ও দাসপুরের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
• ঘাটালের পুলিশের উদ্যোগে ‘কমিউনিটি কিচেন’ থেকে আজ বুধবার ১৮ আগস্ট বন্যার্ত মানুষদের খাবার পৌঁছে দেওয়া হয়। ঘাটাল শহরের ৪ নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গতদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয় ঘাটাল থানার পুলিশের পক্ষ থেকে।