এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বেলিয়াঘাটাতে পথচলতি মানুষের হাতে রাখী পরিয়ে দিল কিশোর-যুবারা

Published on: August 12, 2022 । 11:26 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: আজ ১২ আগস্ট দাসপুর-১ ব্লকের বেলিয়াঘাটায় স্থানীয় কিশোর ও যুবকদের উদ্যোগে পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে রাখী বন্ধন উৎসব পালিত হল। বেলিয়াঘাটার সমাজসেবী সন্তু মোদক বলেন, বেলিয়াঘাটা এলাকার কয়েকজন ছাত্র-যুবর উদ্যোগে পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের হাতে রাখী বেঁধে মানবতা ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে উৎসবটি পালন করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177