এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের নিমপাতায় তৃণমূলের উপ-প্রধানের স্মামীর মোটরবাইক ভাংচুর

Published on: December 19, 2019 । 9:17 AM

মনসারাম কর: ঘাটালের নিমপাতা এলোচক এলাকায় তৃণমূলের উপ-প্রধানের স্মামী ভগবান দোলই এর মোটরবাইক ভাংচুরের আভিযোগ। ভগবান দোলই এর স্ত্রী ঘাটাল ব্লকের অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান। অভিযোগের তীর বিজেপীর দিকে। ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যার সময় ওই এলাকায় বিজেপির একটি মিছিল ছিল। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজীর অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপির কিছু লোকজন  তৃণমূল কর্মী ভগবান দোলই এর বাড়ির পাশে থাকা বাইকটির উপর ভাঙচুর চালায় এবং বাড়িতে ইঁট ছোড়া হয়, বিজেপি এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি করতে চাইছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্তে ঘাটাল থানার পুলিশ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।