শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, গ্রাম পঞ্চায়েত অফিসে দেওয়া হল ডেপুটেশন

শ্রীকান্ত ভূঁইয়া:কাটমানিকাণ্ড আর দুর্নীতির অভিযোগ শাসকদলের পিছু ছাড়ছে না। আজ ৬ সেপ্টেম্বর দাসপুর-১ ব্লকের নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত অফিসে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। বিজেপির অভিযোগ এখানে ১০০ দিনের কাজের ভুয়ো মাস্টাররোল তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে এবং জবকার্ড থাকা সত্ত্বেও বিজেপি সমর্থকদের কাজ দেওয়া হচ্ছে না, শৌচালয় পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি করা হয়েছে, অনেক বাড়িতেই শৌচালয় না থাকলেও এই গ্রাম পঞ্চায়েতকে নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষণা করা হয়েছে। বিধবা এবং বার্ধক্য ভাতার মত অনেক সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আবেদন জানিয়েও তা পাওয়া যাচ্ছে না। বিজেপির আরও অভিযোগ রাজনীতির রং দেখে সরকারি সুবিধা দেওয়া হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত থেকে। এই নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে আজ ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে এলাকার বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে।

নন্দনপুর-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাস বিজেপির এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাতে চাইছে।

দুর্নীতির প্রতিকার না হলে বিজেপি আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।