অরুণাভ বেরা:পুরসভা নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়েছে। বলা যেতে পারে পুরভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। প্রথম রাউন্ডের গা ঘামানোর পর্বে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। কারণ খসড়া তালিকা প্রকাশের পরেই জরুরি ভিত্তিতে দলীয় মিটিং হয়েছে। পুরভোটের প্রচারের জন্য দেওয়াল লেখার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৭টি ওয়ার্ডে ৪৮ বুথ কমিটি তৈরি হয়েছে বলে তৃণমূল জানিয়েছে। বাম-কংগ্রেস সমঝোতা হবে, বিজেপি একা ১৭টি আসনে প্রার্থী দেবে। ঘাটাল পৌরসভায় ১৭টি ওয়ার্ডের মধ্যে আসন সংরক্ষণের বিন্যাস রদবদল হওয়ার জন্য শাসক দলের কয়েকজন প্রার্থীকে তার নিজের ওয়ার্ড থেকে লাফিয়ে অন্য ওয়ার্ডে যেতে হচ্ছে। এর মধ্যে দুই হেভিওয়েট প্রার্থী চেয়ারম্যান বিভাস ঘোষ এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয়শংকর সিংহরায়কে অন্য ওয়ার্ডে প্রার্থী করা হবে। এব্যাপারে ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিভাসবাবু ও উদয়বাবুকে ৬, ৯, ১০, ১২, ১৩,১৬, ১৭ এই গুলির মধ্যে যেকোনওটিতে প্রার্থী করা হবে। অরুণবাবু বলেন, বাম-কংগ্রেসের সমঝোতা ও বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত। ঘাটাল পুর এলাকার উন্নয়ন দেখে মানুষ ভোট দেবেন। আমরা জিতব এবং একশভাগ জোর দিয়ে বলছি পুরবোর্ড তৃণমূল গঠন করবে। তিনি বলেন, প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি। বিভিন্ন প্রস্তাব এসেছে। আমরা খতিয়ে দেখছি। প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে ওয়ার্ডের কর্মীদের সাথে আলোচনা চলছে। সূত্রের খবর, বিভাসবাবু ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। তার নিজের ১৫ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। এই ওয়ার্ডে সুপ্রভা ঘোষের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রভাদেবী ওই ওয়ার্ডের সরকারি ওয়ার্ড কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষের স্ত্রী। উদয়বাবুকে ১৬ অথবা ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হতে পারে। উদয়শংকরবাবু বলেন, দল যা ঠিক করবে তাই হবে। এদিকে প্রবীণ তৃণমূল নেতা অজিত দে ভোট প্রার্থী হতে পারেন কিনা জানতে চাইলে অরুণবাবু বলেন, এব্যাপারে এখনও কিছু ঠিক হয়নি। সিপিএমের সাথে কংগ্রেসের মিটিং হয়েছে আসন সমঝোতার বিষয়ে। কংগ্রেস নেতা অশোক সেনগুপ্ত বলেছেন, আমরা যৌথ কর্মসূচি নেব। যার যেখানে প্রভাব বেশি সেখানে সেইভাবে প্রার্থী দেওয়া হবে। আবার কোথাও যৌথভাবে প্রার্থী দেওয়া হবে। ১০, ১৩, ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে আমরা আলোচনা করছি কংগ্রেসের প্রার্থীর জন্য। সিপিএম জানিয়েছে সমঝোতা হলেও যৌথ প্রার্থীর বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তুতি শুরু করেছি। পৌরবোর্ডের দুর্নীতির বিষয়ে আমরা মানুষের কাছে যাওয়ার বিষয়ে জোর দিচ্ছি।
বিজেপি ঘাটাল নগর মণ্ডলের সম্পাদক অরিজিৎ হড় বলেন, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপিকে মানুষ চাইছেন। এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি তবে আলোচনা চলছে।
সব মিলিয়ে রাজনৈতিক দলগুলি ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেশে যা ভোট চিত্র তা কয়েক দিনের মধ্যেই দেখা যাবে।