মনসারাম কর: গত ৬ জানুয়ারী প্রয়াত হন সিপিএম এর ঘাটাল মহকুমার প্রবীনতম নেতৃত্ব বিষ্ণুপদ নাগ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ৮ ফেব্রুয়ারী শনিবার সিপিএম এর গোপীগঞ্জ এরিয়া কমিটি তাঁর স্মরণ সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন মুখার্জী, সুনীল অধিকারী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমর মুখার্জী, প্রাক্তন জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য দীপক সরকার ও তরুণ রায় সহ একাধীক সিপিএম নেতৃত্ব। স্মরণ সভায় এলাকার মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রয়াত বিষ্ণুপদ নাগ একসময় এল.সি.এস, জেড সি এম এর মত গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদও সামলেছেন।তিনি ছিলেন রক্ষণশিল জমিদার পরিবারের উচ্চশিক্ষিত একজন। চাকরি না নিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার মানুষের পাশেও থাকতেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে শোকাহত এলাকাবাসী ও সিপিএম নেতৃত্ব।