এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সমস্যায় রুজির টানে জঙ্গল মহল থেকে ঘাটালে এসে বহু শ্রমিক!

Published on: April 21, 2020 । 8:43 PM

প্রত্যেক বছরের মতো এবারও ওরা জঙ্গল মহল থেকে ঘাটালে এসেছিল রুজির টানে ধান কেটে দু’টো টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যেতে।

করোনার জেরে সারা দেশের সাথে ঘাটালেও লকডাউন! কাজ নেই,উপার্জন নেই,নেই মাথা গোঁজার ঠাঁই। পেটে ক্ষিদের জ্বালা নিয়েই ওরা এখন ঘাটাল পৌর সভা এলাকার ২ নম্বর ওয়ার্ডের রাস্তায়। ঝড় বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়েই দিন কাটছে।

স্থানীয়দের সহযোগিতায় মাঝে মধ্যে জুটছে খাবার। পুলিস প্রশাসনের কাছে বাড়ি ফেরার অনুমতি সে অর্থে মেলেনি! অনিশ্চিত ওদের জীবন। স্থানীয় সংবাদের মাধ্যমে ওদের আকুতি,হয় দেওয়া হোক খাদ্য বাসস্থান নয়তো বাড়ি ফেরানো হোক ওদের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now