কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: জল্পনা এড়িয়ে ঘাটাল ব্লকের মনশুকা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে এবার বসলেন নির্বাচিত প্রতিনিধি প্রিয়াঙ্কা ঘোড়ই। তিনি এতদিন ফতেপুরের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যা ছিলেন। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের আগের প্রধান ছিলেন পুতুল পাত্র, তিনি আজ থেকে প্রায় দু’মাস আগে দলেরই অন্তরকলহ এবং অনিয়মের অভিযোগ তুলে প্রধান পদ থেকে পদত্যাগ করেন। তারপর থেকে প্রধান পদে কে বসবে এই নিয়ে একটা জল্পনা দানা বেঁধেছিল সকলের মধ্যেই। আজ ৮ জুলাই নিয়ম মেনে অন্যন্য গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সমর্থনে প্রধানের পদে বসলেন প্রিয়াঙ্কা ঘোড়ই। প্রধান নির্বাচনকে ঘিরে পঞ্চায়েত অফিস চত্বরে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিও দেখা যায়। প্রসঙ্গত, মনশুকা-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পুতুল পাত্র একসময় সরব হয়েছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলইয়ের বিরুদ্ধে। কল রেকর্ডিং সহ হোয়াটসঅ্যাপ চ্যাট ও কু-প্রস্তাবের অভিযোগ তুলেছিলেন পুতুল পাত্র, সামনে এনেছিলেন নানান তথ্য, পুতুল পাত্রকে করা শংকর দোলইয়ের একটি কল রেকর্ড সামনে আসতেই তৎকালীন সময়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সমালোচনায় সরব হয়েছিলেন ঘাটালবাসী। প্রায় দু’মাস গড়িয়ে আজকের এই নব নির্বাচিত প্রধান গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজের গতি আনবে বলেই আশাবাদী সকলে।