এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কলোড়ায় গ্ৰামীণ সড়কে বাঁশের সাঁকো, দুর্ঘটনা নিত্যসঙ্গী,ফিরবে হাল আশ্বাস প্রশাসনের

Published on: September 11, 2021 । 7:13 AM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কালভার্টের বদলে বাঁশের সাঁকো প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন পথচলতি মানুষজন ও যানবাহনগুলি।ঘটনা দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কলোড়া বাসস্ট্যান্ড থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দীর্ঘ ১১ কিলোমিটার রাস্তাটি পোসতঙ্কা পর্যন্ত গিয়েছে। দীর্ঘ ওই রাস্তার শুরুতেই ছিল একটি ক্যালভার্ট আর সেই কালভার্টটি কয়েক বছর ধরে দুর্বল অবস্থায় ছিল। প্রায় এক মাস আগে অতি বর্ষণের ফলে কালভার্টটি ভেঙ্গে যায় এবং সেই জায়গায় তৈরি করা হয় একটি বাঁশের সাঁকো।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাস্তাটির উপর ১০-১২ গ্ৰাম পঞ্চায়েতের মানুষ নির্ভরশীল। প্রতিনিয়ত রাস্তাটি দিয়ে কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। এছাড়াও এলাকাটি কৃষি প্রধান হওয়ায় প্রতিনিয়ত ওই রাস্তার উপর নির্ভর করে বিভিন্ন বাজারে যেতে হয় মানুষজনদের। সেই সাথে যানবাহন চলাচলের খুবই অসুবিধা অনেকটা ঘুরপথে মানুষকে তাঁদের কর্মস্থলে যেতে হয়। এই পিচ রাস্তাটি দিয়ে ঘাটাল-মলিঘাটি ও পাঁশকুড়া-মলিঘাটি বাস চলাচল করে। সেই বাসগুলিকেও অনেকটা ঘুরপথে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।

এই প্রসঙ্গে দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক তাঁর মতামত জানিয়ে বলেন, এই কালভার্টটির জন্য নতুন একটি টেন্ডার পাশ করিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদার ঠিক করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে এমনই আশা রাখছি।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]