ঘাটাল জুড়ে করোনার গেরোয় রথের চাকা

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনার জেরে রথের চাকায় নিষেধাজ্ঞা। আজ আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া জগন্নাথদেব এর রথ যাত্রা। ভক্তদের রথের রশিতে টান দিয়ে মনোবাঞ্ছা পূরণের দিন। করোনার জেরেই সে রথের চাকা না ঘোরানোর কড়া নিষেধাজ্ঞা সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমা জুড়েও। ভক্তরা তবে তাদের বলরাম শুভদ্রা আর জগন্নাথদেবের এই রথযাত্রা কীভাবে সারলেন? ঘাটাল জুড়ে আজকের রথের চিত্রটা ঠিক কেমন ছিল? রথকে কেন্দ্র করে কোথাও পুলিশকে মাঠে নামতে হল না তো? দেখুন করোনার গেরোয় রথের চাকা।

রথযাত্রায় জনসমাগম এড়াতে আজ সোমবারের সকাল থেকেই বাজারবুড়ি শীতলামাতা রথ কমিটির সদস্যরা লাগাতার মাইকিং করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঘাটাল মহাকুমার মানুষ এইবারেও বঞ্চিত থাকছেন রথের দড়িতে টান দিতে পারার থেকে। কিন্তু পরিস্থিতি যেমনই হোকনা কেন রথের আমেজে টান পড়লনা তেমনভাবে।মাইকের শব্দে ভরে উঠল বিভিন্ন এলাকা,ফুল দিয়ে সাজানো হলো রথ। ঘাটাল শহরের বাজারবুড়ি শীতলামাতা রথের প্রাঙ্গণে বসল বাহারি ফল-ফুলের গাছের সম্ভার,দেখা মিলল ঘুনি,ঝেঁপো, বিভিন্ন ধরনের জাল সহ মাছ ধরার একাধিক পন্যের। সকাল থেকেই দেখা গেল মিষ্টি দোকানগুলির সামনে জিলিপি কেনার হিড়িক। রথের চাকা পথে না গড়ালেও মহকুমাবাসির মনে আবেগের রথের দড়িতে টান পড়ল ঠিকই আর চাকাও গড়ালো গড়গড়িয়ে। করোনার বিধিনিষেধের মাঝেই বিধিনিষেধ মেনে আজ সোমবারের বিকেলে রথের চাকা গড়ল দাসপুর ১ ব্লকের দক্ষিণ কুঞ্জপুর দোলই পাড়ায়। উদ্যোক্তাদের থেকে জানা গেছে এবার তাদের ৫ ম বৎসরের রথযাত্রা। আড়ম্বর না থাকলেও প্রথা মেনে রথ টানা হয়েছে। তবে বিশেষ জমায়েত যাতে না হয় সে দিকে নজর ছিল। পাশাপাশি নজর দেওয়া হয়েছিল করোনা সংক্রমণের দিকেও। ব্যবস্থা ছিল মাস্ক ও স্যানিটাইজারের। করোনার জেরে প্রায় ১২০ বছরের পুরানো দাসপুরের তিয়রবেড়িয়ার সামন্তদের আশি মন পেতলের রথ টানা বন্ধ রইলো। পারিবারিক আচার মেনে আজকের তিথিতে শুধুমাত্র পুজোই হল। পরিবারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবার রথযাত্রাকে কেন্দ্র করে কোনো উৎসব অনুষ্ঠান বা মেলা বসবে না। কিন্তু তা উপেক্ষা করেই আজ সোমবারের দুপুর থেকেই তিয়রবেড়িয়া যাবার পথে এবং ঘাটাল পাঁশকুড়া সড়কের জগন্নাথপুরের দু ধারে বহু দোকান এবং হাজার হাজার মানুষের সমাগম ঘটে। পরস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় দাসপুর পুলিশকে। উল্লেখ্য তিয়রবেড়িয়ার এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রত্যেক বছর সপ্তাহব্যাপী চলে মেলা। করোনার জেরে পরপর ২ বছর রথ টানা বন্ধ রইলো। করোনা আবহে বন্ধ রথের মেলা, গড়াবে না রথের চাকা মনমরা খুদেরা। তবে মুখভার করে বাড়ির মধ্যে না থেকে দড়ির টানে রথ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো খুদেরা। কেউ তৈরি নতুন ছোট রথ কারও দোকান থেকে কেনা রথ নিয়ে সারি দিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। দড়ির টানে রথ চলেছে এগিয়ে বাজানো হচ্ছে কাঁশি রথে বসানো হয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এক কথায় রথের আনন্দে মেতেছে আজ রথ যাত্রার অন্য মাত্রা দিল ঘাটালের খড়ার পৌর এলাকার খুদেরা। ঘাটালের কুশপাতা রাধাগোবিন্দ জীউ মন্দির আয়োজিত এবারে রথযাত্রা ১৫ তম বৎসরে পদার্পণ করল। আজ সোমবারের বিকেলে ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে ঘাটাল ঘড়িমোড় হয়ে ভক্তের সমাগমে রথ এগিয়ে চলল। তবে ভক্তের সংখ্যা কাটছাঁট উদ্যোক্তাদের।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।