ঘাটাল: ৫ ও ১০ নম্বরে দলীয় প্রার্থীদের হারাতে তৃণমূল বিক্ষুব্ধদের মহাজোট

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং তৃণমূলের ওয়ার্ড কমিটি কাকলি দত্তকে প্রার্থী করতে চেয়েছিলেন। কিন্তু শেষ [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পর্যন্ত দলের ঊর্ধ্বতন নেতৃত্ব সেই প্রস্তাবে রাজি হয়নি। বিদায়ী কাউন্সিলার মৃদুলা দত্তকেই তৃণমূলের প্রার্থী করেছে। এতে ক্ষুব্ধ ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। তাই ওখানে মৃদুলা দত্তকে হারাতে ১:১ প্রার্থী দিয়ে মহাজোট করার চেষ্টা করছে বিক্ষুব্ধ তৃণমূল।  অন্য দিকে ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার অরুণাংশুর খাঁর ভাই অর্দ্ধন্দু খাঁকে দল প্রার্থী করার আশ্বাস দিয়েছিল তৃণমূল। সে কথা রাখেনি দল। তাই ওখানেও তৃণমূলের প্রার্থীকে হারানোর জন্য মহাজোট তৈরি হচ্ছে। এনিয়ে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস সবার সঙ্গেই প্রাথমিক কথা সেরে নিয়েছে তৃণমূলের ওই ওয়ার্ডের বিক্ষুব্ধ গোষ্ঠীরা।
এদিকে ১৬ ও ১৭ নম্বরে কে প্রার্থী হবেন তা আজ দুপুরে জানা যাবে। বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, ১৬ ওয়ার্ডে অনুপ চক্রবর্তীকে প্রার্থী না করলে ওখানে অজিতরঞ্জন দে’কে হারানোর জন্য অন্য প্রার্থী দেওয়া হবে। তবে সেক্ষেত্রে অনুপ চক্রবর্তী নিজে ১৬ নম্বরে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।