মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: গড়বেতা-২ ব্লক তৃণমূল কংগ্রেসে উদ্যোগে ত্রাণ বিতরণ করা হল ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খালিসাকুন্ডু বালিডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে। ত্রাণের প্যাকেটে বিস্কুট, চানাচুর, মাস্ক, স্যানিটাইজার, মুড়ি, আলু, পেঁয়াজ তো ছিলই তার সাথে ছিল পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন ধরণের জামা-কাপড়। উপস্থিত ছিলেন গড়বেতা-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেত্রী, ছিলেন সমাজকর্মীরাও। ওই টিমের সাথে ছিলেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা দোলই, উপপ্রধান বিশ্বজিৎ বারিক প্রমুখ। অগত্যা হাতে ত্রাণ পেয়ে খুশি প্রাপকরা।