এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাবা দিবসে বাদামের মধ্যে বাবা-ছেলে

Published on: June 21, 2020 । 5:29 PM

বাবা দিবস অর্থাৎ ফাদার্স ডে তে অভিনব সৃষ্টি দাসপুরের শিল্পী প্রেম মুখোপাধ্যায়ের। বাদামের খোলার মধ্যে পিতা পুত্রের ছবি এঁকে রবিবার ফাদার্স ডে এর দিন তিনি বাবা ছেলের বা মেয়ের সম্পর্ককে শ্রদ্ধা জানালেন।

প্রেম বাবু বলেন,সকাল থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল আজকের দিনে নতুন কিছু করার সেই থেকেই হঠাৎ বাদামের খোলায় বাদামের মধ্যে পিতা পুত্রের ছবি আঁকার পরিকল্পনা আসে। প্রেমবাবুর এই ছবি আজ সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now