ঘাটালে বিজেপির চরম গোষ্ঠী দ্বন্দ্ব, ফেসবুক পেজের নামও পরিবর্তন করা হল

শুভম চক্রবর্তী: পৌর নির্বাচনের মুখেই আবার প্রকাশ্যে এল ঘাটাল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ঘাটাল বিজেপির সাংগঠনিক অফিশিয়াল ফেইসবুক পেজ হঠাৎ ই নাম পরিবর্তন করে হয়ে গেল অভিভাবকহীন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি। আর এর মধ্য দিয়েই প্রকাশ্যে চলে এল সংগঠনের গোষ্ঠী কোন্দল কতটা প্রবল। প্রসঙ্গত সম্প্রতি বিজেপির ঘাটাল লোকসভা সাংগঠিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যকে সভাপতির পদ থেকে অপসারণ করার জন্য উঠেপড়ে লেগেছে দলীয় কর্মীদের একাংশ। কিভাবে জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যকে সরানো হবে তার কৌশল নিয়ে ইতিমধ্যে রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে।পুরভোটের আগে সভাপতি বদল না করলে বিজেপির কর্মী ও নেতাদের একাংশ নির্বাচনে কোনও ভাবে অংশগ্রহণ করবেন না এবং দলকে সহযোগিতাও করবেন না বলে জানিয়েছেন।তাছাড়া ঘাটাল পৌরসভার ওয়ার্ড গুলিতে ইতিমধ্যেই যে দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে তা প্রকাশ্যে এসেছে অনেকবারই। আর এগুলির রেশ কাটতে না কাটতেই ফেসবুকে অফিশিয়াল পেজ এর নাম পরিবর্তন রাজনৈতিক মহলে গুঞ্জন ফেলেছে। এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা যুব মোর্চার সভাপতি রাজু আড়ি বলেন তৃণমূলের মদতে কিছু ব্যক্তি আমাদের দলের অপপ্রচার করছে,লোকসভা নির্বাচনের আগেও এমন কাজ ওরা করেছে তাই এগুলো নতুন কিছু নয়। তবে আমরা এই বিষয়ে রাজ্য নেতৃত্ব কে জানিয়েছি খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। লোকসভা নির্বাচনে মোদি ঝড়ে ঘাটের পৌরসভায় শিবির বেশ ভালো ফল করলেওসাংগঠনিক শিখর এখনো পর্যন্ত সেভাবে বিস্তার করতে পারেনি। তবে গোষ্ঠী কোন্দল সামলে সামনের নির্বাচনে গেরুয়া শিবির আদৌ সেই হওয়া ধরে রাখতে পারবে নাকি শেষ হাসি হাসবে সবুজ শিবিরই সেটাই দেখার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।