এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থেকেই আবার পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন কোচ নির্বাচিত হল

Published on: September 12, 2023 । 10:17 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আবার ঘাটাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের কোচ নির্বাচিত হলেন। ঘাটাল ব্লকের যোগাসন প্রশিক্ষক বাপন মান্নাকে আবার জেলা কোচ হিসেবে নির্বাচিত করা হয়। সম্প্রতি খড়গপুরে জেলা কোচ নির্বাচনে বিশেষ দক্ষতার বিচারে বাপন মান্নাকে কোচ হিসেবে নির্বাচন করা হয় বলে জানানো হয়। উল্লেখ্য, অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত রাজ্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বোলপুরের শান্তিনিকেতনে ভারত সেবাশ্রম সংঘে ওই প্রতিযোগিতাটি হয়। ওই প্রতিযোগিতায় প্রতিযোগীদের গাইড ও নির্দেশনা দেন কোচ বাপন মান্না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177