নিজস্ব সংবাদদাতা: ঘাটাল বিধানসভা এলাকায় ‘দিদিকে বলো’ প্রচারের কর্মসূচি পালনে দায়িত্ব পেয়েই বৃহস্পতিবার থেকেই ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূলের দুই যুব নেতা সুদীপ মণ্ডল এবং শপথ চক্রবর্তী। ‘বেস্ট প্রোডাকশন’ দিতে বৃহস্পতিবার বেলা ১১টা ঘাটাল শহরের কুশপাতার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। প্রসঙ্গত, বিধায়কের পরই মঙ্গলবার কলকাতা থেকেই সারা রাজ্যের কোন বিধানসভা এলাকায় কোন যুব নেতা ‘দিদিকে বলো’র প্রচারের কর্মসূচির দায়িত্ব পাবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। ঘাটাল বিধানসভা এলাকার মধ্যে ঘাটাল শহরে বাড়ি সুদীপ মণ্ডলের। সুদীপবাবু জেলা যুব তৃণমূলের সহকারী সভাপতির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে শপথবাবুর বাড়ি ঘাটাল ব্লকের মনোরহরপুর-১ গ্রামপঞ্চায়েত এলাকায়। সুদীপবাবুকে দেওয়া হয়েছে ঘাটাল শহরের দায়িত্ব। অন্যদিকে শপথবাবু ১২টি গ্রামপঞ্চায়েতের দায়িত্ব পেয়েছেন। এলাকায় গিয়ে দলের নির্দিষ্ট করে দেওয়া কয়েকটি বাড়িতে যাওয়া থাকা, বাসিন্দাদের সঙ্গে কথাবলার কাজ করতে হবে। সুদীপবাবু ও শপথবাবু বলেন, দল আমাদের মনোনীত করায় আমরা আপ্লুত। সেজন্য দলের নির্দেশ পাওয়ার পর বুধবার থেকেই নিজেদের তৈরি করে নিচ্ছি। আশাকরি ‘বেস্ট প্রোডাকশন’ দিতে পারব। অন্য দিকে চন্দ্রকোণা-১ ব্লক যুব সভাপতি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ও এদিন ওই ব্লকে সাংবাদিক সম্মেলন করে ’দিদিকে বলো’র কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
Home এই মুহূর্তে রাজনীতি ঘাটাল ও চন্দ্রকোণা-১ ব্লকে ‘দিদিকে বলো’ কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক বৈঠক