আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করতে এসে হয়রানির শিকার ঘাটালের অজবনগর-২ গ্রাম পঞ্চায়েতের মানুষজন। সরকারি সুবিধার আবেদন জমা করাতে আজ সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন হাজারও মহিলা। ইন্টারনেট কানেকশন ও পোর্টাল বিভ্রাটের জেরে হয়রানির শিকার হন তাঁরা। ক্যাম্পে মানা হচ্ছে না করোনা বিধি, পানীয় জলের ব্যবস্থ নেই বলে অভিযোগ অনেকের। আজ বলরামগড় হাই মাদ্রাসা স্কুলের ক্যাম্পে ঘাটাল ব্লকের অজবনগর-2 গ্রাম পঞ্চায়েতের নির্মল বাজার, হাজরাপাড়া ও শিবপুর সংসদ এলাকার মানুষদের ডাকা হয়েছিল। সুবিধা পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছিলেন তিনটি গ্রামের মানুষজন। পরিষেবা না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এই নিয়ে ঘাটালের বিডিও সঞ্জীব কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ক্যাম্পের পরিকাঠামোগত যে ঘাটতি ছিল তা অকপটে স্বীকার করেন ক্যাম্পের কর্মীরাও।