প্রয়াত হলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা দাসপুর-২ পঞ্চায়েত সমিতির বর্তমান শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিকচন্দ্র ভুঁইয়া মারা গেলেন আজ ৩ মার্চ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। কার্তিকবাবুর বাড়ি ওই ব্লকের খুকুড়দহ গ্ৰামে। পরিবারের লোকজন জানান, প্রায় ছ’মাস যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে আজ বৃহস্পতিবার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডল সহ আরও অন্যান্যরা। তাছাড়াও খুকুড়দহ অঞ্চল তৃণমূল কর্মীরাও তাঁকে এদিন শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন তাঁর বাড়িতে। তাঁর মৃতদেহের উপর তৃণমূলের দলীয় পতাকা দিয়ে ঢাকার পাশাপাশি ফুলের মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় বলে জানা গিয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।