সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসের ছবি দেখা গেলেও রাজ্যকে চোখে আঙুল দিয়ে এক অন্য ছবি দেখাচ্ছে দাসপুর। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি দাসপুরে নেই কোনও সন্ত্রাস। বাম, বিজেপি অন্যদিকে শাসক দল তৃণমূল সকলেই স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন নমিনেশন। পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনেও দেবের ঘাটাল লোকসভার দাসপুর ১ ব্লকে এমনই ছবি। নির্বাচনের আগেই জয়ের মালা গলায় পরে,শাসক দলের প্রার্থীরা মিছিল করে ব্যান্ড বাজিয়ে নমিনেশন দিল বৃহস্পতিবার। শুধু শাসক দলই নয়, সিপিএম বিজেপির ক্ষেত্রেও নমিনেশনে এ এক অন্য ছবি। নমিনেশনের ক্ষেত্রে এখনও পর্যন্ত নেই কোনও সন্ত্রাস, দাবি তুলছেন খোদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এখন দেখার নির্বাচন পর্যন্ত দাসপুরে এই ধারা অব্যাহত থাকে কিনা।
এ বিষয়ে দাসপুরের সিপিএম নেতা তথা দাসপুরের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারীর দাবি, দাসপুর একটা গণভিত্তি, তাই গোটা রাজ্যজুড়ে যা হচ্ছে এখানে তা চালু করলে শাসক দল নিজেরাই বিপদে পড়বে। দুর্নীতি নিয়েও একাধিক ভাষায় কটাক্ষ করলেও সন্ত্রাস নিয়ে নীরব তিনি। অপরদিকে বিজেপির দাবি, দাসপুরের মানুষ সন্ত্রাস পছন্দ করে না, আর এখানে তৃণমূলের সন্ত্রাস করার লোক নেই। কারণ ওরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দে ভুগছে গ্রামের মানুষ বিকল্প হিসেবে নরেন্দ্র মোদিকে বেছে নেবেন। তবে যাই হোক গোটা রাজ্যের পাশাপাশি দাসপুরের নমিনেশন ঘিরে এ এক অন্য ছবি বলা যেতেই পারে। অন্যদিকে এদিন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক কৌশিক কুলভী জানান তৃণমূল শান্তির বার্তা দেয়। সেই বার্তাই দাসপুরের।