ইন্দ্রজিৎ মিশ্র ও প্রশান্ত দোলই: আজ সোমবারের সন্ধ্যেতে হঠাৎ রাস্তার ধারে পুকুরে বিকট শব্দ ছুটে এসে গ্রামবাসীরা দেখেন গ্রামের বেহাল রাস্তার পাশের পুকুরে ধানের বস্তা বোঝাই লরি। চালক ও খালাসি জলের মধ্যেই। তড়িঘড়ি জলে ঝাঁপিয়ে উদ্ধার তাদের।দুর্ঘটনায় নষ্ট প্রায় ২০০ বস্তা ধান। ঘটনা দাসপুর থানার কলোড়া থেকে মলিঘাটী যাওয়ার পিচ রাস্তায় তেমুহানি ঘাট বাঘের মোড়ে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে আজ সোমবারের সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ ধান বোঝাই গাড়িটি বারাসাত থেকে কলোড়ার দিকে যাচ্ছিল সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পাল্টি খেয়ে পড়ে ২০০ বস্তা ধান বোঝাই লরি। বিকট শব্দ পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে ড্রাইভারসহ খালাসিকে থেকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই দাসপুরের গুরুত্বপূর্ণ ঘাটাল পাঁশকুড়া সড়কের কলোড়া বাস স্ট্যান্ড থেকে মলিঘাটী যাওয়ার এই রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। এর আগেইও একাধিকবার এই সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে মাল বোঝাই লরি ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।