সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সমবায় নির্বাচনে ১২ টি আসন আর সেই সব আসনেই জয়ী হল বাম প্রার্থীরা। তৃণমূল প্রার্থী দিতেই পারল না যদিও বা বিজেপির ৪ প্রার্থী ছিল তাদের ভোট লাল শিবিরের ভোটের ধারে পাশেও যেতে পারল না। লাল পতাকার এমন জয়ে উচ্ছ্বসিত রাজ্য জুড়ে বামেরা। জানা যাচ্ছে, বামেদের এই জয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিনাথপুর সমবায় সমিতির নির্বাচনে। এলাকার সিপিএমের যুব নেতা রঞ্জিত পাল জানান, আজ রবিবার এই সমবায়ে ৯ টি আসনে ভোটাভুটি হয়। মোট ভোটার ৬৬৯ টি, ভোট পড়ে ৬৫১। সিপিএমের এক প্রার্থী ৫৭৭ টি ভোট পান। অন্যদিকে বিজেপির এক প্রার্থীর সর্বোচ্চ প্রাপ্ত ভোট ছিল ৮১ টি। ১২ টি আসনের লড়াইয়ে আগেই ৩ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল লাল শিবির আজ ৯ আসনের লড়াইয়ে তৃণমূল কোনও আসনে প্রার্থীই দেয়নি। বিজেপি ৪ টি আসনে প্রার্থী দিলেও সবকটি আসনেই জয় পায় লাল শিবির। রাজ্যের শাসক দল তৃণমূল, দাসপুর বিধানসভা সেই তৃণমূলের দখলে। হারজিত পরের কথা কেন প্রার্থীই দিতে পারল না তৃণমূল? দাসপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি সৌমিত্র সিংহরায়ের জবাব, ওই সমিতি দীর্ঘদিন ধরেই বামেদের দখলে আছে। সেই সুযোগে বামেরা নিজেদের দলের লোকেদের সদস্য করেছে। আর তারাই ভোট দিচ্ছে। তাই ওখানে প্রার্থী দেওয়া হয়নি। অন্যদিকে লাল শবিরের দাবি দীর্ঘ প্রায় আড়াই বৎসর স্পেশাল অফিসার নিয়োগ করে সমিতি চালিয়েছে শাসক দল ক্ষমতার অপপ্রয়োগ করে। আদালতের দ্বারস্থ হয়ে এই নির্বাচন হল।