ইন্দ্রজীৎ মিশ্র: পরিযায়ী শ্রমিকদের অতিরিক্ত রেশন কুপন, আমফানে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, গ্রাম পঞ্চায়েত অফিসকে দলীয় কার্যালয়ে পরিনত করা, পঞ্চায়েতের কাজ তৃণমূলের পার্টি অফিস থেকে করার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি বন্ধের দাবি সহ পাকা বাড়ি থাকা সত্বেও যারা আমফান ও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছে তাদের টাকা ফেরতের দাবিতে দাসপুর-২ ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিল সিপিএম। উপস্থিত ছিলেন পার্টি নেতৃত্ব শঙ্কর গোস্বামী , শঙ্কর সাঁতরা, বিশ্বনাথ সাউ প্রমুখ।