শ্রীকান্ত ভুঁইঞা: দুটি ভিন্ন দাবি নিয়ে ঘাটাল ও দাসপুরে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি পালিত হল। ঘাটাল
কলেজ মোড়ে হয় অবস্থান বিক্ষোভ এবং দাসপুরের কলোড়াতে হল পথ অবরোধ। বেহাল ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক মেরামতির দাবিতে আজ ১৩ সেপ্টেম্বর ঘাটাল কলেজ মোড়ে অবস্থান বিক্ষোভ করল সিপিএমের শাখা সংগঠন কৃষক সভা। ওই সংগঠনের ঘাটাল ব্লক সম্পাদক সুব্রত মণ্ডল বলেন, আজ ঘাটাল মহকুমা হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। একই সঙ্গে এদিন ঘাটাল বসন্তকুমারী হাইস্কুল এবং কলেজ মোড়ে একটি করে আন্ডার পাশ রাস্তা তৈরির দাবি জানানো হয়।
অন্যদিকে দাসপুর থানার কলোড়া বাসস্টপে সিপিএম পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল। সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে ছাত্রছাত্রীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে সিপিএমের কলোড়াএরিয়া কমিটির উদ্যোগে ওই পথ অবরোধ করা হয়।