এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা পুরসভার ‘বর্তমান চেয়ারম্যান’ অরূপ ধাড়া?

Published on: February 5, 2022 । 10:11 AM

স্থানীয় ➤ ‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন
মন্দিরা মাজি ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা পুরসভার বর্তমান চেয়ারম্যান নাকি অরূপ ধাড়া! এটা ‘স্থানীয় সংবাদ’-এর কথা নয়, চন্দ্রকোণা পুরসভার নিজস্ব ওয়েব সাইটেই ওই তথ্যই দেওয়া রয়েছে। বিশ্বাস না হলে আপনি http://www.chandrakonamunicipality.org এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। যদিও পুরসভা থেকে জানানো হয়েছে, ২০১৫-২০২০ টার্মে অরূপবাবু চন্দ্রকোণা পুরসভার চেয়ারম্যান এবং ২০২০-২০২১ টার্মে তিনি প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন ছিলেন। তখনই ওয়েবসাইটে অরূপবাবুর নাম  ও ছবি  আপলোড করা হয়ে ছিল। কিন্তু তিনি বিধায়ক হয়ে যাওয়ার পর পুরসভার কোনও পদে নেই।  অরূপবাবুর নামটি পরিবর্তন করা হয়ে উঠেনি।
পুরসভার প্রশাসনিক বোর্ডের এক সদস্য জানান, চন্দ্রকোণা পুরসভা কর্তৃপক্ষ এখনও জানেই না ওখানে অরূপবাবুর নামটি এখনও রয়ে গিয়েছে বলে। ‘স্থানীয় সংবাদ’-এর খবর দেখেই জানতে পেরেছেন। তিনি আশ্বাস দিয়ে বলেন,  খুব শীঘ্রই অরূপবাবুর নামটি সরিয়ে দেওয়া হবে। ওই  পুরসভা এলাকার বাসিন্দা এই প্রজন্মের ছাত্রছাত্রীরা বলেন, এ থেকেই প্রমাণ হয় এই ফোর-জি’র যুগে আমাদের পুরসভা কতটা এগিয়ে? ওয়েবসাইট তৈরি করতে হয় করেছে, এখনও সেঅর্থে ব্যবহারই জানে না পুরসভা। সেজন্যই ওখানে অরূপবাবুর নামটি জ্বলজ্বল করছে এটাও এক বছরেও কারোর লক্ষ পড়ল না।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now