এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

একইদিনে দুটি রক্তদান শিবিরে ৪২২ জন রক্ত দান করে রেকর্ড গড়ল চন্দ্রকোণায়

Published on: September 15, 2023 । 9:24 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা-১ ব্লকের শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ও বামারিয়া দিশারী সংঘের উদ্যোগে কৃষাণ মাণ্ডিতে পৃথক দুটি blood donation camp অনুষ্ঠিত হল। শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৩৭৪ জন রক্তদান করে নজির গড়ল। জানা যাচ্ছে, Ghatal মহকুমার এ বছরের এটি রেকর্ড রক্ত সংগ্রহের শিবির। এই সঙ্ঘের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Chandrakona -1 block BDO রথীন্দ্রনাথ অধিকারী, চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মণ্ডল, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য অসিত মান্না প্রমুখ। আজকের এই শিবিরকে ঘিরে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে Khirpai Municipality বামারিয়া দিশারী সঙ্ঘ আজ ১৫ সেপ্টেম্বর রক্তদান শিবিরের মাধ্যমেই তাদের নতুন পথচলা শুরু করল। আগামী দিনে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে চান এমনই অঙ্গীকার করেন সঙ্ঘের সদস্যরা। দিশারী সঙ্ঘের উদ্যোগে এই রক্তদান শিবিরটি কৃষাণ মাণ্ডিতে আয়োজন করা হয়েছিল। আজকের এই শিবিরে ৪৮ জন রক্তদান করেন বলে জানা যাচ্ছে। মূলত SDO সুমন বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানাচ্ছে দুই সঙ্ঘের সদস্যরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য অসিত মান্না বলেন, মহকুমা শাসক আমাদের blood donation camp এর প্রেরণা। তিনি যেভাবে প্রতিটি শিবিরে উপস্থিত থেকে সংগঠকদের উৎসাহ প্রদান করেন তা আমাদেরকে সত্যিই অনুপ্রাণিত করে।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now