রক্তের সংকট! ঘাটাল মহকুমার নামকরা এই স্কুলের বিশেষ উদ্যোগ

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’,ঘাটাল: রক্তের চাহিদা পূরণে এগিয়ে এলো দাসপুরের একটি নামী স্কুল। আজ ২৬ অক্টোবর দাসপুর-১ ব্লকের হাট সরবেড়িয়া ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষানিকেতনে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক আজকের অনুষ্ঠান সম্পর্কে বলেন,মহকুমা শাসকের উদ্যোগকে সম্মান জানিয়ে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজ কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। সেইসঙ্গে মহাকুমার সমস্ত ক্লাব, সংস্থাকে আহ্বান জানিয়েছিলেন রক্তদান শিবির করার জন্য। এসডিওর এই উদ্যোগকে সম্মান জানিয়ে তাঁর হাত ধরেই আমাদের আজকের আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। তিনি বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকেরা রক্তদানে এগিয়ে আসেন। ৪০ জন রক্তদান করেছেন আজকের শিবিরে, যাঁদের মধ্যে ১২ জন মহিলাও রয়েছেন। ঘাটাল মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করেছে। মহকুমা শাসক ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়, নাড়াজোল ২ চক্র বিদ্যালয় পরিদর্শক অর্ঘ্য মজুমদার, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, বিশিষ্ট সমাজসেবী সুকুমার পাত্র , সরবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েত প্রধান মনোমিতা মাইতি সহ অন্যান্য অতিথিরা।

 

উল্লেখ্য, দাসপুর-১ ব্লকের এই স্কুলটি পঠন-পাঠনের দিক থেকে মহাকুমার মধ্যে অনেক সময়ই সেরা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিক থেকেও মেধার তালিকায় রয়েছে। কোভিড পরিস্থিতিতেও ছাত্র-ছাত্রীদের কথা ভেবে অনলাইনের মাধ্যমে নিয়মমাফিক ক্লাস করে তাদের পঠন-পাঠন চালু রেখেছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পরিকাঠামোগত দিক থেকেও স্কুলটি বেশ নাম করেছে এলাকার মধ্যে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com