ঘাটাল মহকুমা ব্লাড সেন্টার নিয়ে একাধিক অভিযোগ, কড়া পদক্ষেপ মহকুমা শাসকের

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ব্লাড সেন্টার জুড়ে দালাল চক্র, টাকার বিনিময়ে রক্ত পাচার হয়ে যাচ্ছে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
সাধারণ মানুষকে রক্ত পেতে নাজেহাল হতে হচ্ছে। এমনই একাধিক অভিযোগ উঠেছিল ঘাটাল মহকুমার ব্লাড সেন্টারের বিরুদ্ধে। কিছু সচেতন ঘাটালবাসী একেবারে প্রকাশ্যে এসে প্রতিবাদ করেছিলেন। হুঁশিয়ারি ছিল দ্রুত ব্লাড সেন্টার না শুধরে গেলে আন্দোলন অন্য মাত্রা নেবে। ঘাটাল ব্লাড সেন্টারের এমন বিষয়টি প্রকাশ্যে আসতেই ২৫ জুলাই মঙ্গলবার তড়িঘড়ি ব্লাড সেন্টার নিয়ে বিশেষ বৈঠক সারলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। বৈঠক শেষে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানালেন, ব্লাড সেন্টার চত্বরে সিসিটিভি লাগানোর কথা হয়েছে। রোগীদের পরিবার পরিজন ছাড়া অন্য কোনও ব্যক্তি বা প্রাইভেট নার্সিংহোমের সদস্য বা কর্মীদের রক্ত দেওয়া হবে না। মোটের ওপর সুমনবাবুর কথায় সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আরও কড়াকড়ি ব্যবস্থা থাকবে এবার ঘাটাল ব্লাড সেন্টার জুড়ে।

উল্লেখ্য, এই রক্তদান আন্দোলনে দীর্ঘ দিনের লড়াকু সৈনিক ঘাটালের বর্তমান মহকুমাশাসক সুমন বিশ্বাস। ঘাটাল মহকুমা জুড়ে সমস্ত ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও’র পাশাপাশি বাড়ির কোনও সামাজিক অনুষ্ঠানেও রক্তদান শিবিরের জন্য আবেদন রাখেন সুমনবাবু। মহকুমা শাসকের এই প্রয়াসে ঘাটাল জুড়ে রক্তদান শিবির সারা রাজ্যে নজির গড়েছে। তারই মাঝে ঘাটাল ব্লাড সেন্টারে রক্ত নিয়ে এমন কালো বাজারির অভিযোগ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছিল। রক্তদান শিবির কোথাও যেন গতি হারাবার ভয় ছিল। কিন্তু আজকের এই বৈঠক এবং কড়া হাতে ব্লাড সেন্টারের দুর্নীতি দমনের চেষ্টায় ঘাটালের রক্ত দান আন্দোলন তার গতি ফিরে পেল বলে মনে করা হচ্ছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!