এবার উল্টো পুরান দাসপুরে। ২০২১ এর নির্বাচনে দাসপুর বিধানসভা নিয়ে বিজেপি যখন আশাবাদী বছরের শুরুর দিনেই বড়সড় ভাঙন সেই দাসপুর বিজেপিতেই। দাসপুর ১ ব্লক তৃণমূল সভাপতি সুকুমার পাত্রের দাবি আজ ১লা জানুয়ারী শুক্রবারের সন্ধ্যেতে দাসপুরের হরিরামপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভাতে কম পক্ষে ৩৫ জন বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যান্য তৃণমূল নেতার মাঝে ওই সভায় উপিস্থিত ছিলেন দাসপুর ১ ব্লক তৃণমূলের যুব সভাপতি সন্দীপ দিগপতি, যুব নেতা মতিন আনসারি সৈয়দ মিলু প্রমুখরা। সৈয়দ মিলু জানান,হরিরামপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতা তাপস মিদ্যা এলাকার প্রায় ৩৫ জন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আজ হরিরামপুরের সভায় একেবারে জনসমক্ষে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্র বলেন,তাপস জানিয়েছে বর্তমানে বিজেপিতে তৃণমূল ছেড়ে যারা দলে আসছে তাদেরকেই দল প্রাধান্য দিচ্ছে। দলে পুরানো নেতা কর্মী কিংবা সমর্থকদের কোনো প্রাধান্য নেই। সুকুমার বাবু আরও বলেন ২০২১ এর এই জানুয়ারী মাসেই এলাকার কয়েক হাজার বিজেপি সমর্থক থেকে নেতা বিজেপি তৃণমূলে যোগ দেবেন এবং এই বিষয়ে দিনে প্রচুর ফোন আসতে শুরু করেছে। ছোটো ছোটো সভার মাধ্যমে তাদের দলে নেওয়া হবে। তবে বিজপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রাম কুমার দে সমস্ত বিষয়টিকে বিশ্বাস করতে নারাজ। তাঁর সাফ কথা,ওরা সবাই তৃণমূলেই ছিল। সবই সাজানো ব্যাপার।