তারক বেরা: সিএএ’র সমর্থনে অভিনন্দন সভা করল বিজেপি। আজ ৩রা ফেব্রুয়ারি বিকেলে দাসপুর-২ ব্লকের জ্যোতঘনশ্যাম বাসস্ট্যান্ডে ওই সভাটির আয়োজন করা হয়েছিল বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। স্বামীজির মূর্তিতে বিজেপির নেতারা মাল্যদান করে সভার সূচনা করেন। সভাতে ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রামকুমার দে, সম্পাদক প্রশান্ত বেরা, সদস্য অরূপ চক্রবর্তী, দাসপুর-২ দক্ষিণ মণ্ডলের সভাপতি কমল মাইতি প্রমুখ সিএএ’র সমর্থনে বক্তব্য রাখেন। কিছু কিছু বক্তব্য ভিডিওটিতে দেওয়া রয়েছে।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।










