শুভম চক্রবর্তী ও আকাশ দোলই, স্থানীয় সংবাদ ঘাটাল:রাজ্যজুড়ে ভ্যাকসিন দুর্নীতিচরম আকার ধারণ করেছে, প্রতিদিনই মিলছে ভূয়ো ভ্যাকসিন,ভূয়ো প্রশাসনিক আধিকারিক। এককথায় রাজ্য জুড়ে চলছে চরম বিশৃঙ্খলা। প্রতিদিন ই অত্যাচারিত হচ্ছে বিজেপির কর্মী-সমর্থকেরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ঘাটাল স্টেট ব্যাংক চত্বরে অবস্থান বিক্ষোভে শামিল হল ভারতীয় জনতা পার্টির ঘাটালের কর্মী সমর্থকরা। এদিন সকাল থেকেই অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা মোর্চা সহ অন্যান্যকর্মী-সমর্থকেরা।
এরপরই পাঁচ সদস্যের একটি দল ডেপুটেশন জমা দিতে যান ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের কাছে।এই পাঁচ সদস্যের টিমের অন্যতম সদস্য তথা বিজেপির ঘাটাল সাংগঠনিক সভাপতি তন্ময় দাস বলেন আমরা আজ মহকুমা শাসকের সাথে দেখা করেছিলাম এবং ৭ দফা দাবি সম্বলিত একটি দাবিপত্র তার কাছে পেশ করেছি। আমরা মহকুমা শাসকে জানিয়েছি ভ্যাকসিন নিয়ে রাজ্যজুড়ে ইতিমধ্যেই শোরগোল
পড়ে গেছে। মানুষ যেন অন্তত চাহিদামত ভ্যাকসিন নিতে পারেন সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হয়।ঘাটালে বিজেপি করার অপরাধে বহু বিজেপি সমর্থকে ভ্যাকসিন দিতে দেওয়া হচ্ছে না। এমনকি জব কার্ডের কাজও পাচ্ছেন না বিজেপি কর্মীরা। ওনাকে অনুরোধ জানিয়েছি এ ব্যাপারে তদন্ত করে দেখতে এবং সঠিক পদক্ষেপ নিতে। মহকুমা শাসক আমাদের দাবি সম্বলিত পত্রটি গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে তিনি খোঁজখবর নেবেন বলে আশা দিয়েছেন।