রবীন্দ্র কর্মকার: আজ ৩১ আগস্ট বীরসিংহ বিদ্যাসাগর মেমোরিয়াল হল রুর্যাল লাইব্রেরিতে গ্রন্থাগার দিবস পালিত হল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, বীরসিংহ ভগবতী বালিকা বিদ্যালয়ের টিআইসি শক্তিপদ বেরা প্রমুখ। প্রসঙ্গত, আজই কলকাতার নজরুল মঞ্চে জেলার সেরা গ্রন্থাগার হিসেবে বিদ্যাসাগর মেমোরিয়াল হল রুর্যাল লাইব্রেরিকে পুরস্কৃত করা হয়েছে বলে জানান ওই গ্রন্থাগারের সম্পাদক হরগোবিন্দ দোলই।
বীরসিংহে সাধারণের গ্রন্থাগার দিবস পালন
Published on: August 31, 2019 । 8:01 PM








