নিজস্ব সংবাদদাতা: কালভার্ট তৈরির জন্য দীর্ঘ দিন রাস্তা কেটে রাখায় দুর্ভোগের শিকার হচ্ছেন দাসপুর-১ ব্লকে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। ওই ব্লকের পীরতলা-রসিকগঞ্জ রাস্তার ওপর দিয়ে নিত্য যাতায়াতকারী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা তাঁদের যাতায়াতের সমস্যার কথা বার বার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক বলেন, কালভার্টের নির্মাণে জন্য ওই রাস্তার দুটি জায়গাতে কাটা রয়েছে। এর ফলে অনেকেরই যাতায়াতের সমস্যা হচ্ছে বলে শুনেছি। আমরা ঠিকাদের সঙ্গে যোগাযোগ করেছি। খুব শীঘ্রই কাজ শুরু হবে।
কালভার্ট না হওয়ায় দুর্ভোগ দাসপুর গাদিঘাটে
দাসপুর গঞ্জের পীরতলা থেকে রসিকগঞ্জ পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে একটি পিচ রাস্তা তৈরি হয়েছে। ওই রাস্তার ওপরই লাওদা ঘেষাঁ গাদিঘাট শীতলা মন্দিরের সামনে পর পর দুটি কালভার্ট তৈরির পরিকল্পনা রয়েছে। কালভার্ট দুটি তৈরি করার জন্য প্রায় চার মাস আগে রাস্তা কাটা হয়েছিল। কিন্তু রাস্তা কাটার পর আর কালভার্ট তৈরির কাজ এগোয়নি। ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয় লাওদা, গাদিঘাট, বেলিয়াঘাটা, রসিকগঞ্জ, নিমতলা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। ফলে তাঁদের দুর্ভোগ হচ্ছে।