একশোদিনের কাজে বেছে বেছে বিজেপির কর্মীসমর্থকদের বাদ দিয়ে কাজ করানোর অভিযোগ তুলে সাত সকালেই বিক্ষোভ,উত্তেজনা দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর পশ্চিমে।
গ্রামবাসীরা এদিন কাজে এসে কাজ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ বিক্ষকারীরা সবাই বিজেপির সমর্থক তাদেরকে না জানিয়েই তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির কর্মীদেরকে বাদ দিয়ে কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে এবং হত দরিদ্র তাঁদের কর্মী সমর্থকদের হাতে না মেরে তৃণমূল পাতে মারার চেষ্টায় নতুন খেলায় নেমেছে। তাঁদের স্পষ্ট মত,এমন চললে তাঁরা আর হাতে চুড়ি পরে বসে থাকবেন না!
অন্যদিকে ওই গ্রামের গ্রাম পঞ্চায়েতকে না মিললেও আমরা কথা বলি তাঁর স্বামীর সাথে তিনি কী জানালেন,অন্য কাজের জেরে জব কার্ড হাতে ছিল না তাই এখানে এরা কাজ পায়নি।
বক্তব্যেই উঠে আসছে কিচ্ছু একটা ত্রুটি হয়েছেই তবে সে ত্রুটি ইচ্ছায় না অনিচ্ছিয়া সে বিষয় খতিয়ে দেখেনি টিম স্থানীয় সংবাদ।