এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের জেলা সভাপতি আশিস হুদাইত তাঁর নিজের ব্লকেই পর্যুদস্ত, সমবায় নির্বাচনে দলকে জেতাতে পারলেন না

Published on: January 16, 2022 । 11:40 PM

মন্দিরা মাজি ও বাবলু মান্না: তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপত আশিস হুদাইত তাঁর নিজের ব্লকেই দলকে জেতাতে পারলেন না। বিরোধীদের কাছে বিপুল ভোটের ব্যবধানে তৃণমূলের প্রার্থীরা পর্যুদস্ত হয়েছে। আজ ১৬ জানুয়ারি আশিসবাবুর নিজের ব্লক তথা দাসপুর-২ ব্লকের আদমপুরে সমবায় সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনে সমবায়ের বোর্ড দখলের মতো পর্যাপ্ত আসন পেল না তৃণমূল। মোট ৪৭ টি

আসনের মধ্যে ২৯ টি আসন পেয়ে জয়ী তৃণমূল বিরোধী সমবায় বাঁচাও কমিটি। সেখানে তৃণমূল পেয়েছে মাত্র ১৮ টি আসন। এই ঘটনায় অত্যন্ত অপ্রস্তুত বোধ করলেও তা প্রকাশ করছে না তৃণমূল। ওই ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ আলম তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ওই বোর্ডটা সিপিএমের ছিল। আমাদের কোনও আসন ছিল না। এবার অনেক সিপিএম সমর্থক আমাদের ভোট দিয়েছেন। তার জন্যই আমরা ১৮টি পেয়েছি। এটা আমাদের নৈতিক জয়।
অন্যদিকে,ফলাফল ঘোষণার পর থেকেই ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে সমবায় বাঁচাও সমর্থকদের মধ্যে। অনুষ্ঠিত হয় মিছিল। প্রসঙ্গে আজ ওই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় মোতায়েন ছিল শতাধিক পুলিশ।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now