এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সিভিক ভলান্টিয়ারদের উদ্যোগে ছাতা বিতরণ

Published on: July 28, 2019 । 6:18 PM

নিজস্ব সংবাদদাতা:  দুঃস্থদের জন্য ছাতা বিতরণ করল পাঁচ সিভিক ভলান্টিয়ার। আজ ২৮ জুলাই ঘাটাল থানার সংলগ্ন আড়গোড়াতে শহরের বিভিন্ন এলাকার ৭০ জন দুঃস্থ পুরুষ-মহিলাকে একটি করে ছাতা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালথানার ওসি দেবাংশু ভৌমিক, এ.এস.আই কৌশিক সেন প্রমুখ।প্রীতম মণ্ডল, অরিজিৎ মাহিন্দার, কার্তিক দোলই, অতনু বাঙাল এবং সুদেব বেরা-এই পাঁচ ভলান্টিয়ার তাঁদের ব্যক্তিগত উদ্যোগে ওই ছাতা দেওয়ার ব্যবস্থা করেন বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad