মাত্র দু দিনের অকাল বর্ষন, আর তাতেই ঘাটাল মহকুমা জুড়ে কৃষক দের মাথায় হাত।
হাটু সমান জল জমেছে জমিতে। জলের তলায় আলু,বাদাম সহ যাবতী কৃষিজ ফসল। ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা।
মঙ্গলবারের বৃষ্টি সামাল দিতে না দিতেই বুধবারের ভোররাতের প্রবল বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া নাস্তানাবুদ করছে দাসপুর থেকে চন্দ্রকোনা ঘাটাল মহকুমার কৃষিজীবী মানুষদের।
জমি ভর্তি আলু জলের তলায়! সকাল থেকে জমিথেকে জল তুলে ফেলতে ব্যস্ত দাসপুর-১ ব্লকের সামাট, হোসেনপুর,রাজনগর এলাকা সহ ঘাটাল মহকুমা অন্যান্য এলাকার কৃষকেরা। কিন্তু দুপুরের পরে আবার প্রবল বর্ষনে শেষ রক্ষা আর হল না!
তাপস ঘোড়া,অমিত দোলই,মানস মাইতি,তাপস মাইতিরা জানান এই প্রবল প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে একেবারে পথে বসিয়েছে।