‘লিমেরিক’ — ড. পুলক রায়

ড. পুলক রায়ের লেখা কবিতা।

না থেকেও আছি আমি অসুবিধা সুবিধায়
সেখানে গল্প শেষ। ফাঁকা বেঞ্চ.. ছায়াময় 
অন্ধকার ফেরিওলা 
লিটমাস গড়ে তোলা 
গোবেচারা শাশ্বত দূরত্ব রেখেই যায়

******

ঠিক তাই যা বোঝালে সুখ ও নিখাদ যশে 
চেতনাটা মূলধন, বাকিটা চাঁদের বুকে 
মেঘের মানচিত্র ঘেঁটে 
রূপকথা সাজিয়ে রেখে 
দুজনকেই রেখে দিই আর্টারির দুই দিকে।

*****

হাসি খুশি সদা দিদিমনি একা থাকেন আমাদেরই পাশে 
বড়ই দরদী বড় সামাজিক বিপদেতে পাই সাথে 
কেউ জানেনাকো একা একদিন 
বেদনা বিধুর ক্লান্ত মলিন 
হাপুস নয়নে কাঁদছেন দেখি একা একা মাঝ রাতে..

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!